Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ১৭:০০

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় চয়ন দাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক জয় দাস গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাইশখোলা দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন দাস গৌরনদী উপজেলার গৈলা এলাকার মন্টু দাসের ছেলে। আর আহত জয় দাস বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।

গৌরনদী মহাসড়ক থানার সার্জেন্ট সুমন জানান, জয় ও চয়ন গৌরনদী থেকে বরিশাল নগরের উদ্দেশে যাচ্ছিলেন। বরিশাল-ঢাকা মহাসড়কের বাইশখোলা দেওপাড়া এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থাকা জয় ও চয়ন বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সড়ক দুর্ঘটনায় চয়ন দাস নামে একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর