Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেড়ামারায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ১৪:৪১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২২ ১৪:৫১

কুষ্টিয়া: ভেড়ামারার ১২ মাইল এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাজ্জাদ হোসেন মিন্টু (৪৭) ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী শারমিন খাতুন (২৫)।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন মিন্টু ও শারমিন খাতুনের বাড়ি মিরপুর উপজেলার নওপাড়ায়। মিন্টু রূপপুর পারমাণবিক কেন্দ্রে এবং শারমিন ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। নিহত শারমিন খাতুন নিহত সাজ্জাদ হোসেনের চাচাতো ভায়ের স্ত্রী।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে নওপাড়া নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন মিন্টু ও তার চাচাতো ভায়ের স্ত্রী শারমিন খাতুন মোটরসাইকেলযোগে কর্মক্ষেত্রে যাওয়ার পথে ভেড়ামারা উপজেলার ১২ মাইলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মোটরসাইকেল ও দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনই মারা যান।

পরিবারের পক্ষ থেকে কোন দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

ভেড়ামারা মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর