Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরল শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ২৩:১২

নরসিংদী: জেলার পলাশ উপজেলায় বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শাকিল (১৮)।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এলপিজি কারখানার সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে দুই বন্ধু মিলে শাকিল ঘোড়াশালে তার অন্য এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানার সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাণ আরএফএল’র একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেটিকে চাপা দেয়। এসময় শাকিল ও তার বন্ধু আনিছুর গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘দুর্ঘটনার একজন নিহত ও একজন আহত হওয়ার খবর শুনেছি।’

সারাবাংলা/এনএস

নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর