Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমাবেশে যাবার চিন্তা করলে খালেদাকে জেলে পাঠানো হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ১৮:২৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২২ ১৮:২৭

হাছান মাহমুদ, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে যাবার চিন্তা করলে বেগম খালেদা জিয়াকে সরকার কারাগারে পাঠাতে বাধ্য হবে।

ঢাকায় বিএনপির সমাবেশে খালেদা জিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন বক্তব্য দিয়েছেন হাছান মাহমুদ। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি আদালত থেকে জামিন পাননি। বঙ্গবন্ধুর কন্যার বদান্যতায় তিনি কারাগারের বাইরে ঘরে আছেন। সুতরাং ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া যাওয়া কিংবা না যাওয়ার আলোচনা অবাস্তব ও অলীক চিন্তা। এমন চিন্তা যদি কেউ করে থাকে, তাহলে সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠাতে বাধ্য হবে।’

সোহরাওয়ার্দী উদ্যানের বদলে বিএনপির নয়াপল্টনে সমাবেশের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান কেন তাদের পছন্দ নয়, বিরাট প্রশ্ন। সম্ভবত দুটি কারণে তারা সেখানে যেতে চায় না। প্রথমত নয়াপল্টনের সামনে বড়জোড় ৫০ হাজার মানুষ ধরে। অর্থাৎ তাদের জনসভায় যে ৫০ হাজারের বেশি মানুষ হবে না, এটি তারা নিশ্চিত হয়েছে। এজন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাচ্ছে না।’

‘দ্বিতীয় কারণটি হচ্ছে- সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, কার্যত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেখানেই পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। বিএনপি তো পাকিস্তানের দোসর, তাদের মহাসচিব বলেছেন পাকিস্তানই ভালো ছিল। সুতরাং যে ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল সেই ময়দান তাদের পছন্দ নয়।’

বিজ্ঞাপন

বিএনপির আবেদনের প্রেক্ষিতেই তাদের সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা করতে চায় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘বিশৃঙ্খলা করার জন্যই তারা নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চায়। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তাদের দেওয়া হবে না। জনগণই তাদের প্রতিহত করবে।’

৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘পুরো চট্টগ্রামে সাজ সাজ রব পড়ে গেছে। জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা তৈরি হয়েছে। লাখ লাখ মানুষের সমাবেশ হবে ইনশল্লাহ। সাধারণ মানুষের মাঝে যেভাবে উৎসাহ, উদ্দীপনা তৈরি হয়েছে, আমরা নিশ্চিত- স্মরণকালের বৃহত্তম জনসভা হবে।’

এর আগে, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ অ্যলামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী নেতা মাহবুবুল আলমের সভাপতিত্বে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনএস

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর