Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ১৫:১৯

মুন্সীগঞ্জ: ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। নিহত মিনহাজ নোয়াখালী জেলার বেগমগঞ্জের মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা মো. মিনহাজকে (২২) মৃত ঘোষণা করেন। এছাড়া এই ঘটনায় গুরুতর আহত মিম আক্তারের (১৮) অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

বিজ্ঞাপন

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের হাঁসাড়া ওভারপাসের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক মিনহাজ। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহটি হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর