Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিসৌধের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৪

কিশোরগঞ্জ: মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে।

গতবাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে বড়পুল মোড়ে স্থাপিত স্মৃতিসৌধের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

স্মৃতিসৌধে বঙ্গবন্ধু’র ৭ই মার্চের ভাষণ, জাতীয় ৪ নেতা, স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চিত্র তুলে ধরা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এক কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করেছে।

উদ্বোধনের সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিসৌধ উদ্বোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর