হোটেলে ঢুকে গেল কাভার্ড ভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ১১:০৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২২ ১২:২০
২ ডিসেম্বর ২০২২ ১১:০৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২২ ১২:২০
যশোর: যশোর-মণিরামপুর সড়কের পাশের একটি খাবার হোটেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়া একটি কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মণিরামপুরের বেকারীতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিয়ারুল (৩৫), তৌহিদুল (৩৮), মীর শামসুল (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে তাওসীফ (৭)। তারা সবাই হোটেলে সকালের নাস্তা করতে গিয়েছিলেন।
এসময় আরও ৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান হোটেলে ঢুকে গেলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেছে।
সারাবাংলা/এমও