Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বার কাউন্সিল এক্সাম’ অ্যাপসে কুইজ খেলে জিতুন পুরস্কার

সারাবাংলা ডেস্ক
২ ডিসেম্বর ২০২২ ১০:৫৫

ঢাকা: এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ‘বার কাউন্সিল এক্সাম’ ( Bar Council Exam) এর প্রস্তুতিমূলক কুইজ অ্যাপস। নতুন আঙ্গিকে শিক্ষানবিশ আইনজীবীদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক কুইজ অ্যাপসে রয়েছে আনলিমিটেড প্রশ্ন-উত্তর।

পরীক্ষার্থীরা এটি পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তবে এজন্য পরীক্ষার্থীকে অংশ নিতে হবে কুইজে।

এই অ্যাপসের মাধ্যমে প্রতিনিয়ত বার কাউন্সিল এমসিকিউ কুইজ প্র্যাকটিসে বাড়াবে নিজস্ব দক্ষতা ও পাশ করার শতভাগ নিশ্চয়তা। এছাড়াও বার কাউন্সিল এক্সাম অ্যাপসে রয়েছে আনলিমিটেড এমসিকিউ প্রশ্ন-উত্তর। সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করার সুযোগ।

পাশাপাশি ‘Bar Council Exam’ অ্যাপসে বিনামূল্যে প্রতিমাসে অনলাইনভিত্তিক পরীক্ষা গ্রহণ; গ্রুপভিত্তিক চ্যাট করার সুযোগ ও ভয়েস প্র্যাকটিস; বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার বিগত সালের প্রশ্নের আলোকে সম্পূর্ণ নতুনরুপে এমসিকিউ/ লিখিত/ ভাইভা প্র্যাকটিস করার সুযোগ মিলবে এইখানে।

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ‘Bar Council Exam’ অ্যাপটি।

সারাবাংলা/এমও

বার কাউন্সিল এক্সাম বার কাউন্সিল এক্সাম অ্যাপস

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর