Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুইমারায় যুবকের লাশ উদ্ধার, আরেকজনকে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ১০:২৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২২ ১০:৩২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমূড়া এলাকা হতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম রমজান আলী।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, ভোরে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের দ্বারা এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। নিহত ওই যুবক পর্যটক বলে ধারণা করা হচ্ছে। সে চট্টগ্রামের পাহাড়তলীর বাসিন্দা।

পুলিশ আরও ধারণা করছে রমজানের সঙ্গে আরও একজন থাকতে পারে এবং সেও অপহরণ বা খুনের শিকার হতে পারে। পুলিশ ঘটনাস্থল হতে একটি মোটরসাইকেল (চট্ট-মেট্টো-ল-১৩৩৩৩৫) দু’টি হেলমেট ও একজোড়া জুতা পেয়েছে।

লাশের সুরতহাল প্রস্তুত করার পর পোস্টমর্টেমের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

অপহরণ গুইমারা লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর