Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের শেষ ষোলোতে সব মহাদেশের প্রতিনিধিত্ব এবারই প্রথম

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২২ ০৪:৩৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২২ ২০:৫৭

বৈচিত্র্যময়তায় এবারের বিশ্বকাপ আসরে অনন্য এক মাত্রা যোগ হয়েছে। এবার শেষ ষোলোতে টিকে রইলো বিশ্বের সবকটি অঞ্চলের প্রতিনিধিত্ব।

বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলো চালু হয় ১৯৮৬ সাল থেকে। এর পর থেকে প্রতিটি আসরের শেষ ষোলোতে ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং উত্তর ও মধ্য আমেরিকা থেকে একটি হলেও দল প্রতিনিধিত্ব করেছে। তবে আফ্রিকা বা এশিয়ার প্রতিনিধিত্ব সব সময় ছিল না।

অন্যদিকে ওশেনিয়া অঞ্চল যুক্ত হয় ২০০৬ সালে। এবার ওই অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া শেষ ষোলোতে প্রতিনিধিত্ব করছে। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া ওশেনিয়া অঞ্চলের হলেও বাছাই পর্ব পেরোতে হয় এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলে। এর আগে ১৯৯৪ সালের আসরে শেষ ষোলোতে সব অঞ্চল থেকে প্রতিনিধিত্ব থাকলেও ওশেনিয়া মহাদেশ থেকে কোনো দল ছিল না।

এবার উত্তর ও মধ্য আমেরিকা থেকে শেষ ষোলোতে প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্র। আফ্রিকা মহাদেশ থেকে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে সেনেগাল ও মরক্কো। জি গ্রুপ থেকে ক্যামেরুন ও এইচ গ্রুপ থেকে ঘানা এই তালিকায় যুক্ত হতে পারে। এশিয়া থেকে এবার শেষ ষোলো নিশ্চিত করেছে একমাত্র জাপান। তবে এইচ গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া শেষ ষোলোতে জাপানের সঙ্গী হওয়ার সুযোগ আছে।

এবার এ পর্যন্ত ইউরোপ থেকে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ৬টি দেশ। গ্রুপ জি থেকে সুইজারল্যান্ড বা সার্বিয়া এ তালিকায় যুক্ত হতে পারে। অন্যদিকে দক্ষিণ আমেরিকা থেকে এ পর্যন্ত কেবল ব্রাজিল ও আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে। ওই মহাদেশ থেকে কেবল উরুগুয়ের শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ আছে।

 

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর