Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা সাংবিধানিক অধিকারে বিশ্বাস করি : চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ২৩:০২

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা সাংবিধানিক অধিকারে বিশ্বাস করি। সভা-সমাবেশ মানুষের সাংবিধানিক অধিকার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নবনির্বাচিত জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের তিনি এ কথা বলেন।

মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপি অভিযোগ করছে যে সরকার সমর্থকরা তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছে না। সরকার সমর্থকদের হামলা ও মামলায় তারা বিপর্যস্ত। তবে আমরা মানুষের সাংবিধানিক অধিকারে বিশ্বাস করি। এ জন্য আমরা বাধাহীন সভা-সমাবেশ করার পক্ষে আছি।’

জাপা মহাসচিব বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে বিএনপির হামলায় জাতীয় পার্টি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কোনো সভা-সমাবেশ করতে পারেনি। সে সময় পুলিশও জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর অমানবিক অত্যাচার করেছে। এখনও জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপির হামলা ও মামলার কথা ভুলে যায়নি।’

তিনি বলেন, ‘দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় জাতীয় পার্টিকে দেখতে চায়। তারা আর সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, টাকা পাচার দেখতে চায় না।’

এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাসসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/একে

চুন্নু জাতীয় পার্টি জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর