বিএনপি নেতা কাটছেন পাহাড়, মাটি যাচ্ছে ইটভাটায়
১ ডিসেম্বর ২০২২ ১৩:৩৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২২ ১৩:৩৮
বান্দরবান: থানচির টিমং পাড়ার কাছে অবৈধ ইটভাটায় মাটির যোগান দিতে কেটে ফেলা হচ্ছে একটি বিশাল পাহাড়। ইতিমধ্যে সুউচ্চ পাহাড়টির প্রায় ২ একরের মতো জায়গা কেটে সমতল ভূমিতে পরিণত করা হয়েছে। আর এই পাহাড় কাটার অভিযোগ উঠেছে অবৈধ ইটভাটার মালিক ও প্রভাবশালী বিএনপি নেতা আনিসুর রহমান সুজনের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা গেছে, থানচির টিমং পাড়ার সামান্য দূরেই রাস্তার পাশে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়টি। পাহাড়ের কাটা মাটিগুলো স্তুপ আকারে রাখা হয়েছে। আর ট্রাক দিয়ে সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে ব্রিক ফিল্ডে।
স্থানীয়রা জানান, অবৈধ ইটভাটার মালিক আনিসুর রহমান সুজন কয়েকবছর ধরে রাত-দিনে থানচিতে বিশাল পাহাড় কেটে সেই মাটি ইটভাটায় ব্যবহার করছে। শুধু পাহাড়ের মাটিই নয়, ইটভাটায় ইট পোড়ানোর জন্য সাবাড় করা হচ্ছে বনাঞ্চলের গাছও।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘থানচিতে একটি মাত্র ইটভাটা। আর বিএনপি নেতা আনিসুর রহমান সুজন এই ভাটাটি নির্মাণ করেছে। ইটভাটায় মাটির জন্য প্রতিদিন কাটা হচ্ছে পাহাড়। টিমং পাড়ার পাহাড়টিও কাটছেন তিনি।’
মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকের এক চালক বলেন, ‘আমরা ইটভাটার মালিক আনিসুর রহমান সুজনের নির্দেশে এখান থেকে মাটি নিচ্ছি। এ বিষয়ে কিছু বলার থাকলে মালিকের সঙ্গে কথা বলেন।’
তবে বিষয়টি অস্বীকার করেছের ইটভাটার মালিক আনিসুর রহমান সুজন। তিনি বলেন, ‘আমি থানচিতে ইটভাটার জন্য কোনো পাহাড় কাটছি না। যারা আমার নাম বলছে, তারা মিথ্যা বলেছে।’
এদিকে পাহাড় কাটার বিষয়ে কিছুই জানেন না বলে জানান বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ইটভাটার জন্য পাহাড় কাটার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এমও