Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ১১:৫৪

ঢাকা: ২০১২ সালের সিটি করপোরেশনে গাড়ি ভাংচুর ও নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটির চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে এ সময় ফকরুলের পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার চার্জগঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালতে সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তীতে চার্জগঠন শুনানির তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

ফকরুল ইসলাম আলমগীর পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০১২ সালে বিএনপির মহাসচিব সিটি করপোরেশনের ময়লার গাড়িতে বোমা নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগে মামলাটি করা হয়েছে। ওই দিন আসলে এ ধরনের কোনো ঘটনায় ঘটেনি। কারণ ওই সময় বিএনপি আন্দোলনরত ছিল। তখন পুলিশ গায়েবি মামলা দিতো। এটা সেই গায়েবি মামলা। মামলার এজাহারে একমাত্র ড্রাইভার ছাড়া আর কারও নাম নেই। বিএনপি এবং রাজনৈতিক দলকে পুলিশ ও আদালত দ্বারা নিয়ন্ত্রণের জন্য এ সকল মামলার জন্ম হয়েছে। মামলার জন্মদাতা পুলিশ আর বাস্তবায়ন হয় নিন্ম আদালত থেকে।’

সারাবাংলা/এআই/ইআ

আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর