Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ১১:৪৯

নওগাঁ: নওগাঁর মান্দায় পরকীয়ার অভিযোগ তুলে মাথার চুল কেটে দিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আব্দুল কুদ্দুসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আব্দুল কুদ্দুস ছোটমুল্লুক গ্রামের মৃত বাবর আলী ভুট্টুর ছেলে। তার স্ত্রীর নাম নুরজাহান বেগম (২৭)। নুরজাহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগাঁ গ্রামের জহির উদ্দিনের মেয়ে। এ দম্পতির দু’টি শিশু সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নুরজাহান বেগম জানান, তার স্বামী আব্দুল কুদ্দস রাজধানী ঢাকায় থেকে রিকশা চালিয়ে উপার্জন করেন। গত ২৫ নভেম্বর তিনি বাড়ি আসেন। ওইরাতে পরকীয়ায় ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে বেদম মারধর করা হয়। একই অভিযোগে পরদিন রাতে দ্বিতীয় দফায় মারধর করেন স্বামী আব্দুল কুদ্দুস। এসময় কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। এ সময় মেয়ে বাবার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এ সুযোগে বাড়ি থেকে পালিয়ে জয়বাংলা মোড়ে স্থানীয় ইউপি সদস্য বিষ্ণুপদ সাহার দোকানঘরে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন তিনি।

জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় ভিকটিম নুরজাহান বেগম বাদি হয়ে তার স্বামী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা করেন। আসামি কুদ্দুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

পরকীয়ার অভিযোগ স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর