Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিকিৎসা বর্জ্য হাসপাতাল থেকেই আলাদা করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ২৩:৫৫

ঢাকা: হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ চিকিৎসা সংক্রান্ত সবধরনের প্রতিষ্ঠানে সৃষ্ট সাধারণ বর্জ্য থেকে চিকিৎসা বর্জ্যকে আলাদা করে সিটি করপোরেশন নিবন্ধিত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে খিলগাঁও তালতলা কবরস্থান ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শেখ তাপস বলেন, ‘চিকিৎসা বর্জ্য ধ্বংসে আমাদের প্রতিবন্ধকতা হাসপাতাল আর ক্লিনিকগুলো। তারা সাধারণ বর্জ্য থেকে চিকিৎসা বর্জ্য আলাদা করে হস্তান্তর করছে না। তাই সব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ইনস্টিটিউটসহ চিকিৎসার কাজে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই সাধারণ বর্জ্য থেকে চিকিৎসা বর্জ্য আলাদাকরণের কার্যক্রম শুরু করতে হবে।’

ডিএসসিসি মেয়ের বলেন, ‘যেসব প্রতিষ্ঠানকে চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য আমরা নিবন্ধন দেব, তাদের কাছেই এটা হস্তান্তর করতে হবে। তারা সরাসরি আমাদের মাতুয়াইল ভাগাড়ে ইনসিনারেশন প্লান্টে নিয়ে এলে আমরা পরিপূর্ণভাবেই চিকিৎসা বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।’

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘পরিবেশ আইনেই এই বিধানটি সুস্পষ্টভাবে বলা আছে। অতীতে এটি নিয়ে না ভাবলেও এখন আমরা প্রতিটি বর্জ্য এবং বর্জ্যের উৎসস্থল কোথায় সেটি চিহ্নিত করছি। সোর্স বা উৎসে আলাদা করা না হলে সিটি করপোরেশনের খুব বেশি কিছু করার নেই।’

এদিকে একটি কবরস্থান ও মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মেয়র বলেন, ‘পরিকল্পিত নগরায়নের মাধ্যমে ঢাকাবাসীর কল্যাণে সকল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এই কবরস্থানের জমি দীর্ঘদিন ধরে দখল অবস্থায় ছিল। আমরা পুরোটা দখলমুক্ত করেছি। কবরস্থানের সঙ্গে একটি মসজিদ, একটি গোসলখানা, জানাজা পড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি। এখানে তিন হাজার চারশ কবর দেওয়া যাবে।’

বিজ্ঞাপন

কবরস্থান ও মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ডিএসসিসি মেয়র শেখ তাপস কবরস্থান প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একটি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন।

এর আগে, একই দিন শেখ তাপস টিকাটুলি জামে মসজিদ পুনঃনির্মাণ, বাংলাদেশ মাঠ ভবন ও ধানমন্ডি নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এলিফ্যান্ট রোডে নবনির্মিত গণশৌচাগার উদ্বোধন করেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

মেয়র তাপস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর