Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২ ১৮:২৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২০:৫৮

সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফেরদৌস আরা বেগম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বুধবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব চৌধুরী সামিনা ইয়াসমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ তিতুমীর কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর তালাত সুলতানা। তার চাকরির মেয়াদ শেষ হলে উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, নতুন অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অধ্যয়ন শেষে ১৪তম বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর