Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১৬:০৬

ফাইল ছবি

ঢাকা: আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি আলাদা আলাদা রেললাইনের কাজ চলমান থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিজ্ঞপ্তিতে জানায়, প্রকল্পের কাজটি দ্রুত সম্পন্নের লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রূপে চলাচলকারী সকল ট্রেন ৪ ডিসেম্বর ২০২২ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

এ ছাড়া যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেল‌ওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

ট্রেন চলাচল বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর