সাজেকে দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল চালক নিহত
৩০ নভেম্বর ২০২২ ১৩:৪২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৩:৪৫
রাঙামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে সুকেন চাকমা (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব চাকমা (২২) নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাজেকের মিডপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সুখেন চাকমা সাজেকের মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া দিকে যাচ্ছিলেন দুইজন মোটরসাইকেল চালক। মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া যাওয়ার আধা কিলোমিটার পথেই পৌঁছলে দুর্বৃত্তরা মোটরসাইকেল দুটির গতিরোধ করে। এ সময় সুখেন চাকমা সজীব চাকমাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুখেন চাকমা মারা যান।
ওসি জানান, গুলিতে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
সারাবাংলা/ইআ