Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতে দ্রুত সহায়তা করতে মিত্র দেশগুলোর প্রতি ইউক্রেনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২২ ১৩:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৩:৩৭

যুদ্ধে লিসিচানস্ক শহরে ধ্বংস হওয়া ভবন, ছবি: আলজাজিরা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে করা সহযোগিতা আরও দ্রুত করতে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। একইসঙ্গে অস্ত্র ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করারও আহ্বান জানায় দেশটি।

এই শীতে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে কিয়েভকে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করার পর পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি এই আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) রুমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

খুব দ্রত অস্ত্র বিশেষকরে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে দিমিত্রো কুলেবা বলেন, ‘ট্রান্সফরমার ও জেনারেটর থাকলে আমরা বিদ্যুৎ ব্যবস্থা পনুরুদ্ধার করতে পারব। জনগণের স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করতে পারব।’

আরও পড়ুন: শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

তিনি আরও বলেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে আমরা বিদ্যুৎ কেন্দ্রের ওপর রাশিয়ার পরবর্তী হামলা ঠেকাতে পারব।’

এদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে ন্যাটোভুক্ত দেশগুলো দেশটিকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে।’

তিনি বলেন, ‘যুদ্ধে ন্যাটো কোনো পক্ষ নয়। কিন্তু আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাব। যতদিনই লাগুক, আমরা পিছ পা হব না।’

এদিকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর রুশ বাহিনী একের পর এক হামলা চালানোয় দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইউক্রেন ন্যাটো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর