Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে ধর্ষণচেষ্টা, আসামিকে ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১৩:১৬

রাঙামাটি: জেলার কাউখালী উপজেলার প্রথম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় গোপাল কৃঞ্চ নাথ (৬০) নামে ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত আসামি গোপাল কৃঞ্চ কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মুসলিম পাড়ায় সিরাজ সওদাগরের বাড়িতে ভাড়ায় থাকেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মৃত অম্লদা চরণ নাথের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল বিকেলে কাউখালী পোয়াপাড়া বাজারে মীর সুপার মার্কেটে খেলতে যান ভিকটিম শিশুটি। খেলা শেষে অন্য শিশুরা চলে গেলে সন্ধ্যার দিকে ভিকটিমকে ধর্ষণ চেষ্টা করে আসামি। যা ওই ভবনে অবস্থিত ইসলামি এজেন্ট ব্যাংকের সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায়। পরে ওইদিন রাতে ভিকটিমের বাবা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, ‘এ মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আমরা প্রমান করতে পারায় আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।’

সারাবাংলা/ইআ

শিশুকে ধর্ষণচেষ্টা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর