Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালীগঞ্জের বেদে পল্লিতে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১০:৫১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১০:৫৬

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পৌর কাউন্সিলরসহ কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে কাশিপুর বেদে পল্লিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রহিম লস্কারের ছেলে।

ওসি জানান, কাশিপুর বেদে পল্লিতে এক পক্ষের মনিরুল ইসলাম এবং এক পক্ষের রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছে। মঙ্গলবাল সন্ধ্যায় কাশিপুর বেদে পল্লিতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাংচুর করে।

খবর পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় রাসেল গ্রুপের লোকজন তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

 সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লির মালা বেগম ও পাশের গ্রামের আব্দুল লতিফকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে তিনি মারা যান বলে জানান ওসি আব্দুর রহিম মোল্ল্যা।

সারাবাংলা/ইআ

২ গ্রুপের সংঘর্ষ বেদে পরিবার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর