Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব বিরোধের জেরে ২ জনকে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২২ ২০:২১

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের ধানহাড়িয়া ও পুরন্দপুর গ্রামে পূর্ব বিরোধ এবং জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গেলরাতে তারা মারা যায়।

মৃতরা হলেন উপজেলার ধানহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জীবন চৌধুরী টিটন (৩০) ও পুরন্দপুর গ্রামের রমজান আলীর স্ত্রী রিজিয়া বেগম (৪০)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, গেলরাতে টিটন তার বাড়ির পাশে নিজের চায়ের দোকানে বসে ছিল। সেসময় পূর্ব বিরোধের জেরে কতিপয় ব্যাক্তি মটর সাইকেলে এসে তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১ টার দিকে টিটনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাতেই জড়িত একজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে উপজেলার পুরন্দপুর গ্রামে নিজ বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে কথাকাকাটির এক পর্যায়ে গত শুক্রবার বিকেলে রমজান আলীর স্ত্রী রিজিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে জাহাঙ্গীরের পরিবারের লোকজন। পরে গুরুতর অবস্থায় তাকে মহেশপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে রিজিয়া মারা যায়।

সারাবাংলা/একে

আটক ঝিনাইদহ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর