Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের স্বীকৃতি দিতে ‘স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস

সারাবাংলা ডেস্ক
২৯ নভেম্বর ২০২২ ২০:০৪

ঢাকা: সমাজের সব পর্যায়ের নারীদের স্বীকৃতি দিতে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস।

মঙ্গলবার বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজের বিভিন্ন পর্যায়ের উদীয়মান, নবীন এবং সম্ভাবনাময় নারীদের বিশেষ অবদানগুলোর জন্য এই পুরস্কার দেওয়া হবে।

প্রচলিত ‘অ্যাওয়ার্ডস শো’ থেকে কিছুটা ভিন্নতা আনতে বছরব্যাপী সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মজীবী নারীদের এ সম্মাননা দেওয়া হবে। প্রতি মাসে একটি করে মোট ১২টি আলাদা বিভাগে একজন করে নারী এ পুরস্কার পাবেন। পুরস্কারের জন্য সম্পূর্ণ বাছাই প্রক্রিয়াটি করবে ডেইলি স্টার।

উদ্যোক্তা, খেলাধুলা, কৃষি, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, প্রযুক্তি, স্থাপত্যশৈলী, সাহিত্য, স্টার্ট-আপ, উন্নয়ন খাত এবং করপোরেট- এই ১২ বিভাগে দেওয়া হবে পুরস্কার।

মঙ্গলবার বিটিআইয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান সেখানে উপস্থিত ছিলেন।

স্টেলার উইমেন সম্পর্কে বিটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, ‘বিটিআই বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং সেটার জন্যে নিয়মিত কাজ করে। এই উদ্যোগের মাধ্যমে, আমরা সমাজের জন্য কাজ করা এবং জাতির জন্য অবদান রাখা সমস্ত নারীদের সম্মান জানাতে চাই। আমরা খুব খুশি যে ডেইলি স্টার এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে।’

আবেদন করার প্রক্রিয়া শুরু হবে ৫ই ডিসেম্বর থেকে। পরবর্তী পদক্ষেপ এর নিয়মাবলি জানতে ভিজিট করুন btistellarwomen.thedailystar.net

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বিটিআই স্টেলার উইমেন অ্যাওয়ার্ডস