রসিক নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন নৌকার ডালিয়া
২৯ নভেম্বর ২০২২ ১৭:১৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৭:১৮
রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
সিটি নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়ার সময় দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া।
এ সময় নির্বাচনে জয় লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনে রংপুর সিটির মানুষ নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ নিশ্চিত করার জন্য উদগ্রীব হয়ে আছেন।’
আরও পড়ুন: রসিক নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন পেলেন ডালিয়া
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, নির্বাচনে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২০৬ জনসহ মোট ২৮৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিদ্রোহী, জাপার প্রার্থীসহ ৯ জন মনোনয়ন দাখিল করেছেন বলে জানান তিনি।
সারাবাংলা/ইআ