শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো
২৯ নভেম্বর ২০২২ ০৮:৩৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ০৮:৫০
চলামান ইউক্রেন যুদ্ধে রাশিয়া শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। তা শুধু যুদ্ধ ক্ষেত্রে নয়, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও। খবর আলজাজিরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকে আগে গতকাল সোমবার (২৮ নভেম্বর) এই মন্তব্য করেন তিনি। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এই বৈঠক হবে।
এ বিষয়ে জেনস স্টলটেনবার্গ দৃঢ়তার সঙ্গে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সুবিধার জন্য শীত, তুষার এবং বরফ ব্যবহার করার পরিকল্পনা করে ছিলেন, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও।’
ন্যাটো প্রাধান আরও বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসাবে এখন শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট পুতিন। এটি খুবই ভয়াবহ এবং আমাদের আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এ কারণেই ন্যাটোর মিত্র দেশগুলো ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বাড়িয়েছে।’
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘শহরের ৩০ লাখ নাগরিককের মধ্যে কিছু সংখ্যক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হতে পারে। যেখানে ক্ষেপণাস্ত্র হামলার কারণে প্রয়োজনীয় পরিষেবাগুলো বন্ধ হওয়ার ঝুঁকি কম।’
এদিকে গত বোরবার (২৭ নভেম্বর) গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, ‘নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সৈন্যরা। যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষেপণাস্ত্র থাকবে, ততক্ষণ তারা থামবে না।’
এ পরিস্থিতিতে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার (২৮ নভেম্বর) দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি আরও সতর্ক করে বলেন, ‘আসন্ন সপ্তাহটি অনেক কঠিন হতে পারে।’
গত অক্টোরর থেকে প্রায় সাপ্তাহিকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এতে করে ক্ষতির শিকার হচ্ছে দেশটি, শীত শুরু হওয়ায় সেই মাত্রা আরও বেড়েছে।
সারাবাংলা/এনএস