Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২২ ২৩:৪৫

নওগাঁ: জেলার মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় প্রশান্ত হাজরা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের তালপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই মোটরসাইকেল আরোহী নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের বাহাদিনপুর গ্রামের মৃত বজেন্দ্রনাথের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে নওহাটার দিক থেকে কাঠবোঝাই একটি ভ্যান মান্দা উপজেলার সতীহাটের দিকে যাচ্ছিল। এ সময় ভ্যানটিতে অতিরিক্ত লোড থাকায় তালপুকুর এলাকায় ভ্যানটির এক্সেল ভেঙে রাস্তায় পড়ে গেলে অপরদিক থেকে আসা ওই মোটরসাইকেল ভ্যানটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী প্রশান্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর