Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিআইজেএফ নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২২ ২১:৪৩

ঢাকা: বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। কমিটির অভিষেক ছিল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয়।

সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও প্রায়ত দুই সদস্য কম্পিউটার জগতের সহকারী সম্পাদক মঈনুদ্দিন মাহমুদ ও আরটিভি’র মাসুম হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান।

বিজ্ঞাপন

সংগঠনকে আরও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বক্তৃতা করেন, বিসিএসের সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাবেক সভাপতি শহীদ উল মুনীর, বিসিএস ও আইএসপিএবির সাবেক সভাপতি এস এম ইকবাল, বিসিএসের প্রতিষ্ঠাতা সদস্য সাফকাত হায়দার, বাক্কো’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, বেসিস কার্যনির্বাহী কমিটির সদস্য মুশফিকুর রহমান, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সভাপতি তানজিবা রহমান, ই-ক্যাব সহ-সভাপতি মোহাম্মাদ সাহাব উদ্দিন, পরিচালক আম্বারিন রেজা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক এমডি হোসনে আরা বেগম, বিডব্লিইউআইটির নবনির্বাচিত সভাপতি রেজওয়ানা খান, সাধারণ সম্পাদক আছিয়া নীলা, উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা, বিআইজেএফ-এর সাবেক সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ, বর্তমান সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, নির্বাচন কমিটির সদস্য মাহমুদ হোসেন এবং আপিল বিভাগের সদস্য সুমন ইসলাম ও জ্যেষ্ঠ সদস্য হিটলার এ হালিম। স্বাগত বক্তৃতা করেন, নব নির্বাচিত সভাপতি নাজনীন নাহার। আর সমাপনী বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ হতে বিআইজেএফ সদস্যদের স্মার্ট কার্ড দেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, কোষাধক্ষ সাইফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিমন এবং নির্বাহী সদস্য ইমদাদুল হক।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অভিষেক অনুষ্ঠানে নৈশভোজের সঙ্গে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রিভ সিস্টেমের বিশ্বজিত সাহা বিআইজেএফ সদস্যদের জন্য লা রিভের পণ্যে ও লা ডেলিশিয়াসের খাবারে ১০% ডিসকাউন্ট ঘোষণা দেন।

অভিষেক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল, কনসিটো পিআর, এক্সনহোস্ট, বিডি জবস, স্পেকট্রাম টেকনোলজিস ও মিডিয়া সফট। ইভেন্ট পার্টনার ছিল, ব্রিলিয়ান্স এক্সপো।

সারাবাংলা/একে

বিআইজেএফ সাংবাদিকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর