Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জ্বালানি আমদানিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে চায় সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২২ ২১:২০

ফাইল ছবি: খন্দকার আনোয়ারুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা: বর্তমানে দেশে যে পরিমানে জ্বালানি আমদানি করা হয় তার পুরোটাই রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) করে থাকে। এবার বিপিসির পাশাপাশি বেসরকারি খাতকেও জ্বালানি আমদানিতে অনুমতি দিতে চায় সরকার।

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফুয়েলসহ অন্যান্য এনার্জি বেসরকারিভাবে আমদানির ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এখন একমাত্র বিপিসি জ্বালানি আমদানি করে থাকে। তারা ছাড়া কেউ জ্বালানি বিপণন করতে পারে না। সাধারণত অপরিশোধিত অয়েল পরিশোধন করার পর ৪১ থেকে ৪২ শতাংশ করা হয়।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার ভাবছে, বেসরকারি আমদানিকারকরা অপরিশোধিত জ্বালানি এনে বিপিসিকে দিয়ে দেবে, অথবা তারা সরাসরি বিপণনও করতে পারবে- দুই দিক থেকেই চিন্তা করা হচ্ছে। তবে যারা ক্রুড অয়েল আমদানি করবে, সেখানে বিটুমিনসহ অন্যান্য যে উপজাত পণ্য সঙ্গে আসবে সেগুলো হয় তারা স্থানীয়ভাবে বাজারে বিক্রি করবে, অথবা বাইরে রফতানি করবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পরিশোধিত জ্বালানি বিষয়ে দু’টি অপশন নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি আমদানিকারকরা ক্রুড অয়েল এনে বিপিসিকে দিতে পারে না। এক্ষেত্রে আইন সংশোধন করে তাদের সরাসরি বিপণনের সুযোগ দেওয়ার চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে পরিশোধিত তেলের বিষয়টি বিএসটিআইকে মনিটরিং করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিষয়টি আপাতত আলোচনা পর্যায়ে আছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে পরিকল্পনা করার জন্য জ্বালানি বিভাগকে বলা হয়েছে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

জ্বালানি বেসরকারি খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর