Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল সারিকার স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২২ ১৬:৩১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৭:০৮

ঢাকা: মডেল সারিকা সাবরিনকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে দায়ের করা মামলায় স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে মামলা করেন এ অভিনেত্রী। মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২১ ডিসেম্বর তারিখ ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা আসামি বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসেবে প্রদান করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আসামি বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাকে মারধর করতে থাকেন। গত ৫ নভেম্বর আসামি বদরুদ্দিন ভিকটিম সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুকের টাকা এনে দিতে বলেন। যৌতুকের টাকা না পেয়ে সারিকাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিশ বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের একপর্যায়ে আসামি বলেন যে ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবিকৃত টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবে না।

সারাবাংলা/এআই/একে

মডেল সারিকা যৌতুক মামলা সারিকা সাবরিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর