১০ দাবিতে বাঘাবাড়িতে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
২৮ নভেম্বর ২০২২ ১৩:০৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৩:০৬
সিরাজগঞ্জ: যাত্রী ও মালবাহী সব ধরনের নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন করছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দরের শ্রমিকরা।
এদিন নৌযান শ্রমিকরা বাঘাবাড়ি নৌবন্দরে আসা রাসায়নিক সার, কয়লা ও জ্বালানি তেলবাহী সব কার্গো জাহাজ বন্দর জেটি থেকে সরিয়ে বড়াল নদীর মাঝে নোঙর করে একত্রে বেঁধে রেখেছে। ফলে এদিন বাঘাবাড়ি নৌবন্দরে কোনো কার্গো জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। আবার কোনো কার্গো জাহাজে ধান-চাল লোড হয়ে এখান থেকে ছেড়ে যায়নি।
আন্দোলনরত শ্রমিকদের পক্ষে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য আব্দুল ওয়াহাব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাঘাবাড়ি নৌবন্দরে শান্তিপূর্ণ ভাবে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি চলছে।’
তিনি বলেন, ‘সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নির্ধারণ, নৌযান শ্রমিকরা কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত ১০ লাখ টাকা ক্ষতিপূরণ,কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেওয়াসহ ১০ দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। সরকার ও জাহাজ মালিকরা তাদের এ দাবি পূরণ করলেই তারা আবারও কর্মস্থলে ফিরে যাবেন।’
বাঘাবাড়ি নৌ বন্দরের লেবার এজেন্ট আবুল হোসেন বলেন, ‘নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি চলার কারণে দুই দিন ধরে কোন কার্গো জাহাজ থেকে মালামাল লোড-আনলোড হয়নি। কোনো জাহাজ এখান থেকে ছেড়েও যায়নি। আবার কোনো জাহাজ এ বন্দরে আসেনি।’
সাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন বলেন, ‘এটা তাদের কেন্দ্রীয় কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কর্মবিরতি পালন করছেন। আমরা তারপরও তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন কেন্দ্র থেকে নির্দেশনা এলে তবেই কর্মবিরতি স্থগিত বা বন্ধ করবেন।’
সারাবাংলা/এমও