Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২২ ১০:৩৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১০:৪২

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পাথর বোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরবেলা ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথর বোঝাই ট্রাকের চালক শিলন মিয়া (৪০) ও চালকের সহকারী (হেলপার) সাইফুল ইসলাম (২২)। তারা দুইজনই কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশয়ারা গ্রামের বাসিন্দা।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালু বোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে পাথর বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক মারা যান। গুরুতর অবস্থায় হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আবু হাসান কবির বলেন, নিহন চালকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে ও হেলপারের মরদেহ হাসপাতালে আছে। আমরা তাদের পরিবারকে খবর দিয়েছি। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

চালক নিহত ট্রাকের সঙ্গে সংঘর্ষ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর