Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২২ ০৯:৪০

ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত বদরুল আলম (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৮ নভেম্বর) সকাল সারে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন বদরুল। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বদরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান জানান, সন্ধ্যার দিকে মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

মৃত বদরুলের ভাগিনা আহনাফ শারিয়ার আতিক জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায়। গাজীপুরের মাওনা এলাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন বদরুল। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জেই থাকতেন। লোক মারফত জানতে পারি মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন তিনি। পরে ঢাকা মেডিকেলে এসে মুমূর্ষু অবস্থায় পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল রোববার সন্ধ্যার দিকে ওই ব্যক্তিকে পথচারীরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

মহাখালী রেলক্রসিং যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর