‘বাংলাদেশই প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত করেছে’
২৭ নভেম্বর ২০২২ ২১:৪৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ২১:৪৭
ঢাকা: বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশটির রাজনৈতিক অস্থিরতা ও করোনার প্রকোপ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) রাজধানীতে হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর স্থগিত নিয়ে অন্য কোনো চিন্তা-ভাবনা না করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। জাপান আমাদের ভালো বন্ধু।’
প্রধানমন্ত্রীর জাপান সফর কার পক্ষ থেকে স্থগিত করা হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘আমরা স্থগিত করেছি। তারা প্রস্তুত আছে। আমরা একাধিক কথা চিন্তা করে সফর স্থগিত করেছি।’
তিনি বলেন, ‘জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছেন। এ দাওয়াতটা আমরা দুই বছর আগে পেয়েছিলাম। কোভিডের কারণে দুই বছরের বেশি সময় পার হলেও যাওয়া যায়নি। এবার সব ফাইনাল হলো। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে। পর পর তিনজন প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা খবর পেয়েছি, জাপানের সংসদে কিছু প্রস্তাব আসবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে। তিনি (জাপান প্রধানমন্ত্রী) খুব ব্যস্ত আছেন। দ্বিতীয়ত কোভিডের কারণ। জাপানে এখনও কোভিডের কারণে কোয়ারেন্টাইন করতে হয়। তারা ১০ জনের মতো অনুমতি দেবে। আমরা তো বিরাট দল যাব। ব্যবসায়ীরা যাবে। আমরা ব্যবসায়ীদের নিয়ে যেতে চাই, যেন আমাদের দেশে বিনিয়োগ বাড়ে।’
‘জাপানের সঙ্গে আমাদের বিনিয়োগ বাড়ছে। কিন্তু আমরা আরও বিনিয়োগ চাই। আমরা অবশ্যই জাপানে যাব’— যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
গত ১৪ নভেম্বর সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দুষ্ট লোক তাকে ভুল তথ্য দিয়েছে। তিনি সাদাসিধে মানুষ, বাংলাদেশের খুব ভালো বন্ধু। ওদের (দুষ্ট লোক) তথ্য বলছে, পুলিশ এসে ভোট দিয়েছে। সে কথা তিনি বলে ফেলেছেন। তিনি ভালো মানুষ। এটা নিয়ে আমরা বিশেষ উদ্বিগ্ন না।’
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর তিন দিনের জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সারাবাংলা/এসবি/পিটিএম