Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিশু

লোকাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ২১:০৬

সিংড়া (নাটোর): জেলার সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মো. লাম।

রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাম ওই গ্রামের মো. মামুনের ছেলে।

স্থানীয়রা জানান, লাম তার বাবার দোকান থেকে বাড়িতে নেওয়া সংযোগ তারের উপর বসলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। পরে লামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

সারাবাংলা/এনএস

নাটোর সিংড়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর