Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ঘুড়ি উড়িয়ে শেখ হাসিনার ‘আগমন বার্তা’ দিলেন সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ২০:৪৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ২০:৪৮

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন ও জনসভাকে বর্ণিল করতে এবার ‍‘ঘুড়ি উৎসব’ করলেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আগের দিন পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢোলের গর্জন, বাঁশির সুর আর গানে গানে প্রধানমন্ত্রীর আগমন বার্তা পৌঁছে দেন তিনি।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড ময়দানে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা এবং পরবর্তীতে দেশাত্মবোধক গানের সঙ্গে ‘চট্টগ্রামের ঐতিহ্য’ ঘুড়ি ওড়ানো হয়। উদ্বোধন করেন খোরশেদ আলম সুজন।

বিজ্ঞাপন

রঙ-বেরঙের বিভিন্ন প্রতিকৃতির আদলে বানানো শতাধিক ঘুড়ি ওড়ানো হয়েছে, যা দেখতে উৎসুক জনতার ভিড় ছিল সেখানে। এই ময়দানেই ৪ ডিসেম্বর আওয়ামী লীগের জনসভা হবে, যেখাবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন সারাবাংলাকে বলেন, ‘ঘুড়ি উৎসব চট্টগ্রামের একটি প্রাচীন খেলা, যা নগরায়নের কারণে প্রায় হারিয়ে গেছে। সেই ঘুড়ি ওড়ানোর মাধ্যমে আমরা চট্টগ্রামের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেছি- আমাদের প্রধানমন্ত্রী সবসময় আপনাদের পাশে আছেন। সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে প্রধানমন্ত্রীর অবস্থানকে সুদৃঢ় করতে দলে দলে সবাইকে জনসভায় হাজির হওয়ার আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সেই কর্মসূচিকে বর্ণিল উৎসবে পরিণত করতে আমাদের এই আয়োজন।’

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

আয়োজক সংগঠন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হোসেনের সঞ্চালনায় ঘুড়ি উৎসবের আলোচনায় আরও অংশ নেন- নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চসিক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন, শওকত হোসাইন, ফরহান আহমদ, খলিলুর রহমান নাহিদ, রেজাউল করিম কায়সার, সমীর মহাজন লিটন, সাইফুল্লাহ আনছারী এবং নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

আওয়ামী লীগ খোরশেদ আলম সুজন চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর