Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাসহ ২০ জন পেলেন সমবায় উন্নয়ন পদক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ১৯:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ২১:১১

বাম থেকে পদক তুলে দিচ্ছে স্বপন ভট্টাচার্য্য ও মো. তাজুল ইসলাম, ছবি: সারাবাংলা

ঢাকা: পল্লী উন্নয়ন ও সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় দুইজন বীর মুক্তিযোদ্ধাসহ ২০ জনকে ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পদক দেওয়া হয়েছে। ২০২০ ও ২০২১ সালের জন্য এই পদক দেওয়া হয়।

রোববার (২৭ নভেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় তাদের হাতে পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

বিজ্ঞাপন

২০২১ সালের পদকপ্রাপ্তরা হলেন- পটুয়াখালি সদরের মো. মিজানুর রহমান মনির ও বাউফলের বীর মুক্তযোদ্ধা মো. শামসুল আলম, জামালপুরের মেলান্দহের মো. মনিরুজ্জামান জুয়েল, মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখ তাজুল ইসলাম পিন্টু, বাগেরহাটের ফকিরহাটের শেখ কামরুজ্জামান কামরুল, হবিগঞ্জ সদরের মো. আবদুল ওয়াহেদ আঞ্জব, দিনাজপুর সদরের খতীব উদ্দিন আহম্মেদ, কুমিল্লার চৌদ্দগ্রামের মো. আলী আশ্বব, বগুড়ার শেরপুরের মো. রফিকুল ইসলাম ও চট্টগ্রামের বাউফলের মো. সুলতানুল আলম চৌধুরী।

২০২০ সালের পদক পেয়েছেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবীর, কুমিল্লার লাকসামের তাবারক উল্যাহ (কায়েস), নাটোর সদরের মো. শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ সদরের মো. নূরুল হক, নেত্রোকোনার মোহনগঞ্জের মো. জহিরুল আলম শেখ, দিনাজপুর ফুলবাড়ীর মো. মশিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মো. আবু কাউসার, রাঙ্গামাটি সদরের কনিকা চাকমা, সাতক্ষীরা দেবহাট্টার মো. জাকির হোসেন ও রাজশাহীর বাগমারার মো. নাদিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ‘এককভাবে ক্ষুদ্র পুঁজি দিয়ে হয়ত কিছু করা সম্ভব না। কিন্তু কয়েকজনের পুঁজি যোগ করে কোনো উদ্যোগ নেওয়া সহজ। তাছাড়া একত্রিত হলে একে অন্যের জ্ঞান ও অভিজ্ঞতাও শেয়ার করা যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও প্রযুক্তি কাজে লাগিয়ে পণ্য বিক্রির কৌশল রপ্ত করতে হবে এবং বৈশ্বিক বাজার ধরার জন্য কাজ করতে হবে। এছাড়াও সমবায়ের সুনাম ও সাফল্য ধরে রাখতে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, স্বচ্ছতা ও মনিটরিং নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. মশিউর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সাহেদ আলী, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার, ও বিআরডিবি’র সাবেক মহাপরিচালক মো. আবদুল কাইয়ুম। সভা পরিচালনা করেন পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মনির।

সারাবাংলা/আরএফ/এনএস

ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পদক পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর