Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দুক ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ১৮:০৯

দীপু মনি, ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘তারা (বিএনপি) যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে। অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ আর নেই। কোনোভাবে নাশকতা করলে ও মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।’

রোববার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামপুর কামিল মাদরাসার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দীপু মনি আরও বলেন, ‘আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষর অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। বঙ্গবন্ধুর হাত ধরে দেশের প্রথম উন্নয়নের যাত্রা শুরু হয়, এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের কাজ চলছে।’

মাদরাসার ভবন উদ্বোধনের পর সিরাজদিখান উপজেলা পরিষদ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আক্তার ও শিক্ষা প্রকৌশল অধিদফতর ও মাদরাসা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

মুন্সীগঞ্জ শিক্ষামন্ত্রী দীপু মনি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর