এসএসসির ফল প্রকাশ সোমবার
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ১৬:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৬:৪৬
২৭ নভেম্বর ২০২২ ১৬:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৬:৪৬
ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণভবনের পর দুপুর ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পাশাপাশি অনলাআইনে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
সারাবাংলা/জেআর/ইআ