Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ১২:১৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:২৩

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে হানিফ কোচের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ বিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫০), মাসুদুর রহমানের স্ত্রী হামিদা খাতুন (৪৩) ও তাদের মেয়ে মেহের নেগার (১৩)।

পুলিশ জানায়, বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ কোচ পল্লী বিদ্যুৎ বিলপাড়া এলাকায় আসলে বিপরীত দিকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের নিহত হন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামী-স্ত্রী মিলে মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে গিয়ে এই ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত রায় জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সারাবাংলা/ইআ

একই পরিবারের তিনজন নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর