Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাসের চোখে রিচার্লিসনের বাইসাইকেল কিক

সারাবাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২২ ২১:৫৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৩:০১

শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাসের চোখে রিচার্লিসনের বাইসাইকেল কিক

ঢাকা: সার্বিয়ার সঙ্গে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত গোল করে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্রাজিলীয় পর্তুগিজ রিচার্লিসন দে আন্দ্রাদে নামের এই ফরোয়ার্ড এখন শুধু ব্রাজিল সমর্থকদেরই নয়, অন্য সব দলের সমর্থকদের কাছেও হিরো বনে গেছেন। খেলার ৭৩ মিনিটে ভিনিসিয়ুসের পাসে পাওয়া বল সাম্বার ছন্দে প্রথম টাচে শূন্যে তোলেন রিচার্লিসন। এরপর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন নাম্বার নাইন। তার এই গোল মাতিয়ে দেয় ফুটবল বিশ্বকে। প্রশংসার বন্যায় ভাসেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুরু হয় রিচার্লিসন বন্দনা। বাইরে নেই বাংলাদেশও। এই বন্দনায় নতুন মাত্রা দিয়েছেন শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস। ‘কিছু বলব না’ শিরোনামে তিনি এঁকেছেন রিচার্লিসনের মহাকাব্যিক ছবি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সেদিনই (শুক্রবার) কিরীটি রঞ্জন বিশ্বাস রিচার্লিসনের বাইসাইকেল কিক নেওয়ার ছবিটির স্কেচ আঁকেন। ফেসবুকে তা পোস্টও করেন স্কেচটি। ভাইরাল হয়েছে বলা না গেলেও ২৪ ঘণ্টার মধ্যেই স্কেচটি হাজারখানেক শেয়ার ও রি-পোস্ট হয়েছে।

বরেণ্য বাঙালিদের স্কেচ এঁকেছেন স্বনামধ্যন্য এই শিল্পী। এবার রিচার্লিসনের ছবি এঁকে নিজের ঘণ্ডি আরও বিস্তৃত করলেন তিনি। তার আঁকা স্কেচে আসছে নানান মন্তব্য। হোসেন মোশাররফ লিখেছেন, রিচার্লিসনের সেকেন্ড গোলটা এই বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা। ধারাভাষ্যকারের মুখ দিয়ে বের হয়ে গেছে— ‘দিস ইজ ব্রাজিল’।

আবার হাবিবুল আলম নামের একজন লিখেছেন, ব্রাজিলের জাদুকরি ফুটবলার রিচার্লিসন-এর করা গতকালের জাদুকরি গোলটার একদম অবিকল চিত্র। অসাধারণ একটি কাজ।

ব্রাজিলীয় পর্তুগিজ রিচার্লিসন দে আন্দ্রাদে (ছবি: GiveMeSport)

ব্রাজিলীয় পর্তুগিজ রিচার্লিসন দে আন্দ্রাদে (ছবি: GiveMeSport)

এ জাকির হোসেন মন্তব্য করেছেন, দাদা দারুণ একেঁছেন! গোলটাও অসাধারণ আর নান্দনিক ছিল।

বাউল মিলন সরকারের মন্তব্য, দাদা মনে হচ্ছে  এবারের খেলায় এই গোলটি স্মরণীয় হয়ে থাকবে।

শফিক ইসলাম লিখেছেন, শিল্পকে নতুন করে নির্মাণ। সংগ্রহে রেখে দিলাম।

বড় বাবু কুষ্টিয়া লিখেছেন, ‘দুই শিল্প, আর দুই শিল্পী যখন এক হয়, তখন কি চমৎকারই না দেখা যায়!’

তিনি আরেকবার মন্তব্য করেছেন, ‘বহু জায়গায় পোস্ট করেছি। আপনার উত্তরের অপেক্ষা না করে। যে শাস্তি দেওয়ার দেবেন, মাথা পেতে নেব।’

মৃদুল স্যানাল বলছেন, ব্রা‌জি‌লের লিচার‌লিসনের ২য় গোল‌টি ফুটবলের মহাকাব্য রচনা কর‌ল।

দিলীপ দত্তের ভাষায়, ‘এ ধরনের গোল ব্রাজিলই পারে। ধন্যবাদ কিরিটি ধরে রাখার জন্য।’

বিজ্ঞাপন

মনোয়ারুল মিঠু মন্তব্য করেছেন, ‘গতির সঙ্গে নান্দনিকতা আহা!!!! দারুণ হয়েছে দোস্ত।’

অনুপ কুমার বসুর মন্তব্য, ‘এই কিরিটী, আমি বিস্ময়ে তোমার আঁকাগুলো দেখি রে! তুমি একজন সত্যিকারের শিল্পী, তোমার ছবি দেখে বোঝা যায় তোমার inner feelings কতো strong!! আমি আশা করি তুমি একটি বড় স্বীকৃতি পাও।’

সারাবাংলা/রমু

কাতার বিশ্বকাপ কিরীটি রঞ্জন বিশ্বাস ফুটবল বিশ্বকাপ ২০২২ বাইসাইকেল কিক রিচার্লিসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর