Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতের সব জনসভার রেকর্ড ভঙ্গ হবে— পলোগ্রাউন্ডে নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ১৮:৪১

চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগের জনসভার প্রস্তুতির অংশ হিসেবে নগরীর পলোগ্রাউন্ড ময়দান পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি এই জনসভা অতীতের সকল জনসভার রেকর্ড ভঙ্গ করবে বলে আশা ব্যক্ত করেছেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপমন্ত্রী নওফেল নগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে পলোগ্রাউন্ড ময়দান পরিদর্শনে যান। তিনি জনসভাস্থল, মঞ্চ নির্মাণসহ সার্বিক বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‍মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভাকে পুরো চট্টগ্রাম উৎসবমুখর হয়ে উঠেছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অতীতে চট্টগ্রামে শেখ হাসিনার যত জনসভা হয়েছে, সবগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। এবার অতীতেরও রেকর্ড ভঙ্গ হবে। অতীতের সব জনসভার চেয়ে এবার জমায়েত অনেক বেশি হবে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কার্যকরী সদস্য বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর মো. জাবেদ, চসিকের প্যানেল মেয়র আব্দুর সবুর লিটন, নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম,মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, যুবলীগ নেতা নুরুল আনোয়ার, আসিফ মাহমুদ উপমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগের জনসভা নওফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর