মহিলা আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী
২৬ নভেম্বর ২০২২ ১৬:০১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৭:৪৫
ঢাকা: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থী হিসাবে প্রায় ৪০জন নেত্রী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনটর শীর্ষ পদে নতুন নেতৃত্ব উপহার দিতে পারেন মূল দলের হাইকমান্ড।
শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এর আগে, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ান। মঞ্চে আসার পর মহিলা আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত দুই বছর চলতে থাকা কোভিড পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। আগামী ২৪ জানুযারি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আগে কমিটির মেয়াদ পার হয়ে যাওয়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম কয়েকটি সংগঠনের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মহিলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে সম্মেলনের সব প্রস্তুতি শেষে এখন আলোচনা চলছে আগামী নেতৃত্ব নিয়ে। নতুন কমিটিতে কারা থাকছেন বিশেষ করে সংগঠনের গুরুত্বপুর্ণ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব কে পাচ্ছেন এ বিষয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। শনিবারই ঘোষণা আসতে পারে দুই শীর্ষ পদসহ গুরুত্বপূর্ণ আরও কিছু পদে নাম ঘোষণা হতে পারে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন নেতৃত্বের নামও ঘোষণা হবে। বরবারের মতো এবারও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশেই দলের সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে।
সম্মেলন সফল করতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বিকেলে ৩টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে নৌকার আদলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
দলীয় সূত্রমতে, মহিলা আওয়ামী লীগের কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট। বর্তমান কমিটির সভাপতি সাফিয়া খাতুন এবারও এই পদে থাকতে আগ্রহী। বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এবার সভাপতি হিসাবে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। সভাপতি পদে নেতৃত্বের দৌড়ে আলোচনায় এগিয়ে আছেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি। তিনি বর্তমানে সংরক্ষিত আসনে (৩০৩) মহিলা এমপি। এছাড়া সহ-সভাপতি আসমা জেরিন ঝুমু, শিরীন নাঈম পুনম, বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা, নাসিমা ফেরদৌসীসহ আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, নাসরীন সুলতানা, দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজীসহ আর অনেকের নাম শোনা যাচ্ছে।
এর আগে, ১৫ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোর পাশাপাশি তারা নিজেদের প্রস্তুতির কথাও আওয়ামী লীগ সভাপতিকে অবহিত করেন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগে মহিলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। শুক্রবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ছাড়া যুব মহিলা লীগ, ছাত্রলীগেরে সম্মেলন হবে।
সারাবাংলা/এনআর/ইআ