Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নিজ ঘর থেকে একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ১৪:৪৮

বগুড়া: বগুড়ায় নিজ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জামাল উদ্দিন খাজা একটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য সরবরাহের কাজ করতেন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে শহরের পূর্ব বৃন্দাবনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন শুক্রবার বিকেলে খাজার স্ত্রী ও সন্তান ওয়াজ মাহফিল শুনতে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় যান। খাজা রাতে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে খাজার ছেলে রিমন তার বাবাকে দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। সে সময় কম্বল গায়ে জড়ানো মাথায় আঘাতের চিহ্নসহ খাজার মরদেহ দেখতে পাওয়া যায়।

ওসি নূরে আলম আরও জানান, নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। সিরাজগঞ্জ থেকে সিআইডি’র ক্রাইম সিন টিমকে ডাকা হয়েছে। তারা পৌঁছার পর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এনআর/এমও

বগুড়া মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর