Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ১৩:৫৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৩:৫৫

ঢাকা: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ মিয়া (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রাজধানীর ডেমরা থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে শিবপুর আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়ার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে। তিনি সিরাজ মিয়ার ছেলে।

ওই পুলিশ সদস্যকে উদ্ধারকারী পথচারী রুবেল মিয়া জানান, সকালে নরসিংদীর শিবপুর আমতলা জুট মিলের কাছের সরকে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। পরে তাকে সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পুলিশের সহযোগীতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনি বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা জানান, সবুজ মিয়া পুলিশের উপ-পরিদর্শক হিসেবে বর্তমানে ডেমরা থানায় কর্মরত রয়েছেন। গতকাল রাতে তার নাইট ডিউটি ছিল। সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/ইআ

পুলিশ সদস্য নিহত

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর