Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁজতুরি বাজারে গাছ থেকে পড়ে ডিপিডিসি শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ১২:৫০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১২:৫১

ঢাকা: রাজধানীর পশ্চিম তেঁজতুরি বাজার এলাকায় গাছ থেকে পড়ে সানি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) শ্রমিক হিসেবে কাজ করতেন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১২টার দিকে কাকে মৃত ঘোষণা করেন।

সানিকে হাসপাতালে নিয়ে আসা ডিপিডিসি’র সহকারী প্রকৌশলী মুক্তাদির হোসেন জানান, তারা ওই এলাকাতে একটি প্রজেক্টের কাজ করছিলেন। সানি লেবারের কাজ করতো। সকালে পশ্চিম তেঁজতুরি বাজার এলাকায় গাছের ডাল কাটতে মই দিয়ে গাছে উঠে সানি। তখন সেখান থেকে নিচে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সানিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। সহকর্মীরা তার নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

সারাবাংলা/এসএসআর/এমও

ডিপিডিসি তেঁজতুরি বাজার শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর