Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল দেশে ফিরছেন বিরোধী দলের নেতা রওশন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ১২:৩৪

ঢাকা: আগামীকাল রোববার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ দেশে ফিরেবেন। থাইল্যান্ড খেকে তিনি বিমানযোগে রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন।

শনিবার (২৬ নভেম্বর) রওশন এরশাদের প্রেস উইং থেকে কাজী লুৎফুল কবির জানিয়েছেন, বিমান বন্দরে বেগম রওশন এরশাদ বিশ্ব পরিস্থিতি, দেশিয় রাজনীতি, দলে চলমান অস্থিরতা ও তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছানো বিভ্রান্ত তথ্যের বিষয় তার পরিস্কার বক্তব্য তুলে ধরবেন। অসাধু ব্যবসায়ী চক্রের দর্নীতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র প্রসঙ্গে কথা বলবেন।

বিজ্ঞাপন

এছাড়া আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান ও লাঙ্গলের প্রার্থী ঘোষণা করবেন রওশন এরশাদ। এসব বিষয় দলের সঠিক অবস্থান তুলে ধরবেন তিনি।

এদিকে রওশন এরশাদের আগমণ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানে ওয়েস্টিন হোটেল পর্যন্ত সড়ক দ্বীপ ও রাস্তার দু’পাশে লাগানো হবে রঙ বেরঙয়ের ব্যানার ও ফেস্টুন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় পার্টি রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর