Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিভেদ নয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ নভেম্বর ২০২২ ২৩:২৭

নোয়াখালী: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বর্তমানে ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট চলছে। এই ঝড়ে আমরা সবাই ভুগছি। কেউ ব্রাজিল- কেউ আর্জেন্টিনা অথবা কেউ অন্য দলকে সমর্থন করছি। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিভেদ কাম্য নয়। যে দলই সাপোর্ট করি না কেন আমরা একে অপরের ভাই।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ লাইন্সে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের পুরুষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে। একটা দলকে ভালবাসতেই পারি কিন্তু আমরা সীমার মধ্যে থাকব। আমরা অবশ্যই ফুটবল বিশ্বকাপ উপভোগ করব। অপ্রীতিকর কিছু যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে জেলা প্রশাসক ফুটবল জনপ্রিয়তা পেয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন সুন্দর হয়েছে। আগামীতে দেশব্যাপী এই টুর্নামেন্টটিও জনপ্রিয়তা পাবে। খেলাধুলা যতবেশি আয়োজিত হবে ততবেশি তরুণরা যুক্ত হবে।’

এ সময় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘নোয়াখালীতে আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের মাধ্যমে নতুন করে ফুটবল উন্মাদনা হয়েছে। নোয়াখালীর প্রতিটা উপজেলা থেকে একটি করে ফুটবল দল অংশগ্রহণ করে। প্রত্যেকটা দলই ভাল খেলেছে।’ এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের চ্যাম্পিয়ন দল সুধারাম মডেল থানা ও রানার্সআপ কবিরহাট থানার খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

বিজ্ঞাপন

এর আগে পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এসময় নোয়াখালী-৪ আসনের (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু,সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেল, আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর