ঝড় রবে নিরবে
৩০ এপ্রিল ২০১৮ ০৯:২২ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১৩:১০
।। মাকসুদা আজীজ,অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
বৈশাখ মাসের ১৭ তারিখ আজ। গতকালের বৃষ্টি শেষ করে আজ কিছুটা রৌদ্রস্নাত দিন। তবে আকাশের গলি অলিন্দে লুকিয়ে আছে একটি নয়, দুটি নয়, তিন তিনটি ঝড়!
আজকে সারাদিনে তিন তিনটি ঝড়ের পূর্বাভাস, বেলা বাড়লেই আসতে পারে একটা। আরেকটার আসার কথা বিকেল নাগাদ, শেষটা আসবে রাতের দিকে। ধরুন তিনটার মধ্যে একটাও যদি চলে আসে, আজ আবারও অনেক ঝড় বৃষ্টি হবে।
এই রোদ দেখে তাই খুশি হয়ে ঘর থেকে বিনা প্রস্তুতিতে বের হওয়া যাবে না। ঝড়ের জন্য আটঘাট বেঁধে প্রস্তুতি নিতে হবে। বৃষ্টি বাদলে পথে অনেক জ্যাম হয় সেখানে বসে থাকার প্রস্তুতিও নিয়ে নেওয়া আবশ্যক।
নিরাপদে কাটুক সারাটাদিন।
সারাবাংলা/এমএ/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook