Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে, হবে, হবেই’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২২ ১৪:২৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৪:২৮

ঢাকা: বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির যে মহাসমাবেশ রয়েছে, তা করার জন্য দেশের সংবিধান তাদের অধিকার দিয়েছে। আমি বাংলাদেশের মানুষ হিসাবে, দল হিসাবে সাংবিধানিক অধিকার পালন করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, দয়া করে আপনাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আমাদের অধিকারকে সুরক্ষা করা। সুতরাং ঢাকা শহরে আগামী ১০ ডিসেম্বর বিএনপি মিটিং, গণসমাবেশ হবে, হবে, হবেই।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ নামে একটি সংগঠন।

আমির খসরু বলেন, ‘এখন বিদেশিদের কথায় আওয়ামী লীগ সরকারের মাথাব্যথা হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা তাদের (আওয়ামী লীগ) কথা বলছে। তাদের বিরুদ্ধে বলছে। এজন্য তাদের এতো মাথাব্যাথা। এখানে বিএনপি কোন দোষ নেই। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সরকারের বিরুদ্ধে তাদের দেশে রিপোর্ট পাঠাচ্ছে। এদেশের মানুষের সাথে কথা বলে, সঠিকটা জেনেই এই গুলো তারা তৈরি করে পাঠান। আপনি (সরকার) মানুষকে খুন, গুম সাংবিধানিক অধিকার নষ্ট করেছেন। এটা অভ্যন্তরীণ নয়, এটা বিশ্বের বিষয়। এগুলো বললে আওয়ামী লীগের খারাপ লাগে। বিএনপি বিদেশিদের কাছে কোন তদবির করে না। এইগুলো বিএনপি কোন বিষয় নয়। এই পানি ঘোলা করার কোন সুযোগ নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রমাণ করেছে হাজার হাজার মাইল দূরে থেকেও রাজনীতি করা যায়। তিনি সাধারণ মানুষের মণিকোঠায় রয়েছেন। যেটা আওয়ামী লীগ সরকার কাছে থেকেও করতে পারেননি। তারেক রহমান বিশ্বের রোল মডেল।’

তিনি আরও বলেন, ‘আওয়ামীলীগ সরকার ভয় পায় একটা সুষ্ঠু নির্বাচন দিতে। যাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার কথা, তারা আজ জেলে। আর যাদের জেলে থাকার কথা তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায়। এই সরকারের কাছে কোনো কিছু প্রত্যাশা করিনা। এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। যে জাতি বুকের রক্ত দিয়েছে, তাদের দাবিয়ে রাখা যায় না। এই জাতি ১৯৭১ সালে রক্ত দিয়েছে, এখনও দিচ্ছে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।

সারাবাংলা/এআই/এমও

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর