Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২২ ১০:০২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১০:০৪

টাঙ্গাইল: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নুরুল আবসার জুয়েল (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্ব) রাত সাড়ে আটটায় শহরের গণপূর্ত বিভাগের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

বিজ্ঞাপন

নিহত নুরুল আবসার জুয়েল কক্সবাজার রামু উপজেলার শ্রীমুড়া ৭নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটির গতি বেশি থাকায় হঠাৎ করে থেমে যায়। এ সময় পেছন দিক থেকে একটি সিএনজি সজোরো মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাৎক্ষণিক পড়ে গেলে স্থানীয়রা তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এমও

টাঙ্গাইল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর